কোনো একদিন
এই শহরটা হবে সুস্থ,
হাতে হাত রেখে,পথ চলবে মানুষ
যেন খুঁজেই পাবেনা গরীব-দুস্থ।
কোনো একদিন
এই শহরের সুউচ্চ অট্টালিকার ছাদ,
ভরে যাবে স্বর্ণলতায়,জাগবে সবুজ মরুর বুকে,
ফুলে ফুলে রঙিন হবে এই শহরের সকল প্রাসাদ।
কোনো একদিন
ঝড়োবৃষ্টি হবে এই শহরের উঠোন জুড়ে,
সেই বৃষ্টিতে হাজারো চোখের কান্না লুকাবে,
তবে আমি চাই এই শহর মনে রাখুক কোন সে গহীন অনুরাগে শান্ত ছেলেটা আজ হয়েছে ভবঘুরে।
কোনো একদিন
কদম হাতে কেউ এসে দাড়াক অচেনা বাড়ির দ্বারে,
হলুদ পাঞ্জাবী আর খালি পায়ে সেই হিমু,
খোপা না বাধতে পারা এক রুপার জন্য,
দূর থেকে সেই দৃশ্য দেখতে চাই যুগ যুগ ধরে।