আমি ভেবে রেখেছি সেদিন শাড়ি পড়বো, যদিও শাড়ি কিভাবে পড়তে হয় আমি জানিনা।
আমার টিপ পছন্দ না,তবুও ছোট্ট একটা কালো টিপ।
কাজল দিলে আমার কান্না আসে,তবুও কাজলে সাজাবো চোখ ।
ভেবেছিলাম খোপা বাধবো, কিন্তু আমার লম্বা চুলগুলো যে হয়েছে ছো।
ইদানীং চুড়ির প্রতি কেন জানি মোহ জন্মেছে, কিন্তু চুড়িং রঙ টা কি হবে ঠিক করতে পারছি না। আমি বরাবরই সিদ্ধান্ত নিতে পারিনা সহজে।
ঢাকায় নিঃশ্বাস নেয়ার জায়গা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক চত্ত্বরে সবুজ ঘাসে এলোমেলো কিছুটা সময় পার করে দিব।
ঠিক যেন কবিতার মতো, বহুকালের বহু ইচ্ছা শত,
নীল আকাশের ঠিকানায় কালো মেঘ যত,
সব, হ্যা সব ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যখন আমায় ভিজিয়ে দিবে,
তখন আমি বাড়ির পথ ধরবো, হ্যা তখন ঘরে ফিরবো।
#2september2019