#উপসংহার
#বহুদিন_পর_কলমে_হাত
আমি আমার দুনিয়া সাজাই নতুন রুপে,
আমি জীবন খুঁজি ধ্বংসস্তুপে।
পথশিশুদের চোখে দেখি দারিদ্র্য,
ভুড়িওয়ালা, গুলশানে দশতলা বাড়িওয়ালা তার যে এত বিশাল পাপের সাম্রাজ্য,
দিনশেষে অহেতুক, সেও ছেলের বিয়ে করাতে চাইবে বিশাল যৌতুক,
ভাবছেন এত টাকা দিয়ে কি করবে? এটাই বাস্তবতা, নয়কো কৌতুক!
ঘরহীন এক বিধবার একমাত্র সম্বল ৪০হাজার টাকার গরুটা যখন রাতের আধারে ডাকাতি হয়ে যায়,
আদালতের জজসাহেবারাও যদি ভুলে যায় কি ন্যায় কি অন্যায়!
তবে এই শহর আর তার বাসিন্দারা কি যায়নি রসাতলে?
নাকি আপনারা বলছেন আপনাদের কোটি কোটি টাকা দেখে বস্তিবাসীদের জ্বলে!
আজ যে নবজাতকেরা আসছে ধরায়, তাদের জন্য কি এটাই উপহার?
দোষ দিচ্ছি না আমি কাউকে, আমি জানিনা এর দায় কার!
শুধু আমি যখন দেখেছি, পথশিশুদের ডাস্টবিনে খুঁজতে আহার!
আমার হৃদয় ও মন তখনি হয়ে গেছে চুরমার।
বিয়েবাড়িতে সবার প্লেটে প্লেটে যে খাবারটুকু হয় নষ্ট,
সেইটুকু দিয়েই তো কিছুটা হলেও দূর করা যেতো ওদের আহারের কষ্ট!
কেন এই সিস্টেমটা করা হয়নি এই দেশে,আরে আমরা তো কিছুই জানিনা ৫ বছরের শিশুর কাধে চাপিয়ে দিয়েছি বৃদ্ধা মায়ের দায়ভার,
চলুন আমাদের চোখে পড়ে রাখি কালো চশমা,
হাত তুলে রাখি দামী ব্যাগে,কি বা পাবোই আমরা ত্যাগে,
বৈষম্য আর অনাকাঙ্ক্ষিত অনাহারে দরিদ্রদের হোক জীবনের উপসংহার।