অনেক অনাদরে,আলস্যে সময় কাটানো সোজা
কিছু কিছু সময় জীবনের সব দায়িত্বভার করে দেয় বোঝা....
আমি অষ্টাদশী,লোকে ভাবে দুঃসাহসী
শুধু আমিই জানি লোকদেখানো হাসির অন্তরালে বাজে মনে সে কী বিষের বাঁশী....
অমাবস্যার আধারে ঢাকি চোখ
যেন কেউ না জানে কী অসুখ!!
আমি শত মানুষের ভিড়ে পথ চলি দার্শনিকের মতো
কুঁড়েঘরের কোণে নির্লিপ্ত দারিদ্রতার ভিড়েও মানুষ খুঁজে বেচে থাকার ইচ্ছে শত....
রেলস্টেশনে মানুষ ভিড়ে নীরে ফিরার জন্য
হাসপাতালের শয্যাশায়ী জীবনাবসানের ভয়ে হন্য
তার চোখ বেয়ে যে অশ্রু ঝরে,
নিকট আত্মীয় কে দেখার পরে....
হ্যা তারো খুব বাচতে ইচ্ছে করে...
রাতজাগা ওই পাখির ডাকে
সব কষ্ট ভুলার মায়াবী শক্তি থাকে
হাজার রঙের মোহ তখন
সমস্ত মন আগলে রাখে....
কে আছো ভাই আমার মতো?
নিকষকালো অন্ধকারে
দুচোখ পুড়ে অগ্নি ঝরে
বাষ্পীভূত ইচ্ছে নিয়ে বেচে থাকা যায়গো কত?