আজকে কবি হেলাল হাফিজের সেই বিখ্যাত কবিতার মতোন বলতে ইচ্ছে করছে,
কষ্ট নেবেন কষ্ট?
হরেক রকম কষ্ট আছে, লাল কষ্ট, নীল কষ্ট
কষ্ট নেবেন কষ্ট?
ইদে ডিউটিরত ডাক্তারদের বাসায় না ফিরতে পারার কষ্ট,
কোভিড মহামারী তে আপনজন হারানোর কষ্ট,
কিংবা হাসপাতালের বেডে শুয়ে ঠিকঠাক প্রশ্বাস না নিতে পারার কষ্ট,
একা জীবন যুদ্ধে লড়তে থাকার কষ্ট!
আরো হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবেন কষ্ট?
বস্তিবাসী বাচ্চাগুলোর ইদে জামা না কিনতে পারার কষ্ট,
মধ্যবিত্ত হাজার মেয়ের দামী জামা কিনতে না পারার কষ্ট,
দামী জামা কিনার পরের দর্জি কর্তৃক সেটা নষ্ট করার কষ্ট,
পঁচা করে মেহেদী দেয়ার কষ্ট, সেলামী না পাবার কষ্ট
মেয়েদের আরো হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবেন কষ্ট?
ছেলেদের কষ্ট আবার অন্যরকম,
ঘরে বন্দী হওয়ার কষ্ট, বাসায় দেরি করে ফিরলে বাবার বকা খাওয়ার কষ্ট,
সকালে দেরি করে ঘুম থেকে উঠলে নেশাগ্রস্ত অপবাদ পাবার কষ্ট,
বুম বুম করা একটা বাইক না থাকার কষ্ট,
পরিবারের কাছে কখনো সুযোগ্য সন্তান না হয়ে উঠতে পারার কষ্ট,
ছেলেদের আরো হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবেন কষ্ট?
বিদেশে থাকা মানুষদের আপন মানুষদের সাথে ইদ না করতে পারার কষ্ট,
আমার মতো কিছু মানুষের বিশ্বভ্রমনে না যাওয়ার কষ্ট,
লকডাউনে ঢাকায় আটকে যাওয়া মানুষদের গ্রামে না ফিরতে পারার কষ্ট,
আরো কত রকম কষ্ট আছে, কষ্ট নেবেন নাকি,একটুখানি কষ্ট ?
এত কষ্টের ভিড়েও একটা খুশির খবর আছে,
এই কবিতায় আপনি আছেন,আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছে,
কষ্টগুলোকে আনন্দে রুপান্তরিত করে যারা বাঁচে।