এ যুগের ছাত্রের গলায় জোর কম
তাই হয়তো কোনো আন্দোলন সফল হয় না,
এ যুগের ছাত্রের হয়ত রক্ত শীতল,
তাই উত্তাল বায়ান্ন আর আসে না।
যদি প্রতিবাদ অন্যায় হয়,
অসাম্প্রদায়িক নয় বলে আমার কবিতা ছাপা না হয়,
তবে বিদ্রোহী নজরুল কেন তবে জাতীয় কবি!
তবে কি নজরুলের অনুসারী বলে আমাকেও যেতে হবে জেলে?
কারাবন্দী থাকাই ভালো,মুক্ত বাতাসে বারুদের গন্ধ পেলে।
স্বাধীন দেশের স্বাধীন ছবি
স্বাধীন মানুষের মাঝে পরাধীন এক কবি,
চোখ ঝলসে যায়,দেখে অন্যায়,
তবু চুপ থাকি,প্রতিবাদ করা যে ভীষণ দায়!
এ দেশ আমারও ভাই নয়,দাদার রক্তে ভেজা মাটিতে,
আমি বাচতে চাই,হাসতে চাই,চাই অন্যায়ে প্রতিবাদী হয়ে উঠতে।
শিউলিতলায় শ্লোগান জেগেছিল,সবুজে প্রাণ জেগেছিল,চঞ্চল হয়ে উঠেছিল কোনো প্রান্তর,
মাথা নত হয়ে ফিরেছে ঘরে,হয়ে বিভ্রান্ত,ভাঙা যে গলার স্বর।
আমি ছাত্র, আমি উত্তাল বায়ান্নের রক্তাক্ত ইতিহাস,
আজকের ছাত্র যে আগামীর সব,
কেন তবে ছাত্র কে নিয়ে এত উপহাস!