অপ্রিয় গল্পের শেষে,অহেতুক ভালোবেসে
একজন অপরাজিতা আজ এলোকেশে
কেন ছুটছে? থামাও তাকে থামাও
তার চোখের পানে তাকাও।
দূর নীল মেঘের আড়ালে
সহস্র ক্রোশ দূরে কোথাও ভুলে হারালে,
ফিরিয়ে এনো তুমি তারে
একবার নয়,বারে বারে।
প্রতিটি জীবন,প্রতিটি ক্ষণ
ভালোবাসায় ভরিয়ে দিও প্রতিটি মানুষের মন।
কিছু গল্পের শেষ হয় না
চোখের আড়াল হলে মনের আড়াল!!
তারে ভালোবাসা কয় না।
তবুও অবুঝ খেয়ালে,অনুরাগের দেয়ালে
আকি নীরব ছবি
জানো! শত মিথ্যে প্রণয়ের আমিই কবি
তবুও সত্যি সত্যি দূরে হারাবে
এমনটা তো হয় না।
চাঁদক্ণা মুখ,
বলো,এ কোন অসুখ!
তবু হাতটা ধরে যদি আবার বলো
চিবুক ধরে মুখটি তোলো
আমিও মুচকি হেসে বলব
চলো....
হারাই বহুদূরে চাঁদের দেশে
অহেতুক ভালোবেসে.....।