নামটি তাহার মুলিকজান, বয়স নব্বই এর বেশি,
মুঠো ভরে ঔষধ দিলেই তিনি থাকেন খুশি।
বয়সের ভারে দাদু আমার হাটেন থুরথুরিয়ে,
শরীরে তিনি পান না শক্তি,ঔষধ গেলে ফুরিয়ে।


এক নাতি আছে তার, পেশায় ডাক্তার,
ব্যাগভর্তি স্যাম্পল দেখে দাদুর সে কি আনন্দ!
অল্প কিছু ভিটামিন পেয়ে দাদীর দুঃখ,
হারিয়ে ফেলেন জীবনীশক্তি, সব খাবারই লাগে মন্দ!  


আজকাল সারাদিন ঘুমিয়ে দাদী, রাতে পারেনা ঘুমোতে!
মাঝরাতে তাই, ডেকে বলে মোরে ঘুমের ঔষধ দিতে !


খুজিয়া দেখি ঘরে,
একটাও নাই ক্লোনাজিপাম,
অন্য ঔষধ দিলাম উনারে
তাই খেয়ে তিনি দিলেন ঘুম,
দাদুকে দেখে আমরা হাসতে হাসতে হাসতে খুন।  😁