পুরুষ আমি, বেশ শক্তিশালী, এই সমাজের মাথা
সকল সাফল্যের চূড়ায় দেখবি আমার নামটি গাঁথা।
নারী তুই দুর্বল, ভীতু হরিণীর মতো,নেই তোর বাহুতে বল,
এক গালিতেই তোর চোখ থেকে বইয়ে দিতে পারি অশ্রুজল।
অশিক্ষিত, বকলম তুই নারী, করবি ঘরের কাজ,
নুন একটু কম হলেই তোর মাথায় ফেলবো বাজ!
গার্মেন্টস এ কাজ করিস, নেই একটুখানি লাজ!
তোর টাকাতেই খেলবো জুয়া, আমরা চরিত্রবান পুরুষসমাজ!
কিরে মেয়ে তুই বিশাল শিক্ষিত হয়েছিস, তোর নাকি বিশাল আত্মমর্যাদা!
ঘরের কাজও সব তোকেই করতে হবে, আমি এই বাংলার শাহজাদা!
একটা কথা মনে রাখবি, তোর মুখে যেন কখনো না শুনি উঁচু আওয়াজ!
তোকে অত্যাচার করা ছাড়াও আমার আছে আরো অনেক কাজ,
মনে রাখিস আমি শক্তিশালী পুরুষসমাজ।