শত কবিতার আড়ালে আমার কবিতাগুলো যেভাবে হারায়,
আমার আমিও তেমন শত মানুষের ভিড়ে নিশ্চিহ্নপ্রায়!
অবাক হচ্ছেন? সন্তানের নিতান্ত ব্যস্ততা আর অবহেলার কাছে যেমন মায়ের শত আদর ঢাকা পড়ে,
মানুষ এখন উপদেশ ধারণ নয়, শুধু সকলে উপদেশ সৃষ্টি করে...
প্রায়শ সূর্যিমামাও মেঘের আড়ালে মুখ লুকায়,
মিটিমিটি তারাগুলো পূর্ণিমারাতে স্বস্তি পায়,
শত যুদ্ধের পরেও মানুষ পথ চলার শক্তি পায়,
দরিদ্র মানুষগুলোও দুবেলা খেতে চায়
মাথার ঘাম পায়ে ফেলে।
কেউ চায় না বাচঁতে অনাদরে,
কবিতারাও চায় না....
অতৃপ্তির স্বাদ নিয়ে কেউ হাসতে চায় না,
হারায় যে সুর,দূর বহুদূর,কেউ তা আর শুনতে চায় না।