২১ শে ফেব্রুয়ারি ১৯৫২,
সেই দিন হয়তো এই শহীদ মিনার ছিলো না,
ছিলো শুধু ভাষাশহীদ ভাইদের বজ্রমুষ্ঠী মনোবল,
রাজপথ রাঙিয়ে দিয়েছিল যারা তাজা রক্তে,
তাদেরকেই করছি স্মরণ ২১ শে ফেব্রুয়ারি ২০২১, আজকের এই ওয়াক্তে।
শহীদদের রক্তমাখা দুনিয়ার আর কোনো ভাষা নেই,
আর কোন ভাষার জন্য এতখানি হয়নি প্রতিবাদ,
দুনিয়ার আর যেই ভাষাতেই কথা বলি পাইনাতো বাংলা ভাষার স্বাদ।
বায়ান্নর ফাল্গুনে যাদের তাজা রক্তে ভাসিয়ে দিলো রাজপথ, যাদের রক্তে কৃষ্ণচূড়া ফুলগুলি আজও টুকটুকে লাল,
সালাম,রফিক,বরকত, জব্বার আপনাদের নাম বাঙালীর অন্তরে থাকবে চিরকাল।