তুমি চাইলে এই কবিতা টি আজকে বলতে পারি,
তোমার মতে এই আমি তো একটা মূর্খ নারী।

আমি চার দেয়ালে বন্দী,
তবু তোমার জীবন সঙ্গী!
যা বলে দাও পরিচয়,
আসলে তো তা নয়,
বিনা বেতনে সারাবছর করি চাকরি!
  
আমি নারী,এক নারী,
এক নারী আনাড়ি।

যদি নামি পথে,চলতে পারি না সোজা,
আমি তো থাকতে চাইনা হয়ে সমাজের বোঝা,
আমি যদি উঠি পাবলিক বাসে,
বলতে পারবোনা কি হয় সে,
আমি যদি!
আমি যদি হই শিক্ষিত,
আমি যদি হই পরিমার্জিত,
সমাজের কি ক্ষতি হয় তাতে!    

আমি নারী, এক নারী,
এক নারী আনাড়ি ।

বৃষ্টির জলে চোখ ভিজে যায়,
সে জলে আমি কান্না লুকাই,
যেন এই কান্না কেউ না বুঝতে পারে,
এই চিৎকার কেউ না শুনতে পারে
সারাজীবন বিনা বেতনে করি চাকরি

আমি নারী,এক নারী,  
এক নারী আনাড়ি।