মাইকেল মধুসূদন মোর প্রিয় কবি,
আমি যে হতে চাই তারই প্রতিচ্ছবি।
চতুর্দশ কবিতা যিনি লিখে গেছেন আজীবন,
যশোরের কপোতাক্ষ নদে আজও পাল তোলা নৌকার যাত্রীরা তাকে আজও করে স্মরণ।
অমর মেঘনাদবধ মহাকাব্যের হে জনক,
তুমি স্বার্থক
পরভাষী The captive lady কিংবা vision of the past
সবি কিন্তু নিরর্থক।
বীরাঙ্গনা,ব্রজাঙ্গনা, বুড়ো শালিকের ঘাড়ে রো,
হাজারো লিখায় মধুসূদন তোমায় স্মরণ করি আবারো।