আমার পৃথিবী আমার কাছের মানুষগুলো,
লুকিয়ে কান্না করলেও ওদের চোখ দিতে পারিনা ধুলো,
যাদের কাধে আমার ব্যয়ভার
ওরা তো কখনো বলেনা,
"তুই বেমানান,বদমেজাজী কিংবা অগোছালো"।
কোয়ারেন্টাইনের এই দিনগুলোতে সেই মানুষগুলো ভালো নেই,ওদের শরীরে জমেছে বিষ!
দীর্ঘদিন বাসায় বসে বসে শরীরে বাসা বেধেছে ডায়াবেটিস,
মেটফরমিন কিংবা সকাল সন্ধা সিরিঞ্জভর্তি ইনসুলিনের খোচায়
ওরা কত কষ্ট পাচ্ছে!
কেন আমি রাখিনি হদিস !
ওরাই আমার আপনজন, ওরাই তো সবকিছু,
অসুখ বিসুখ হাজার ব্যধি ছাড়ছেই না যেন পিছু,
স্রষ্টার কাছে সদা করি প্রার্থনা,
যে মানুষগুলি এত মমতায় আমায় বড় করেছে তাদের যেন দিওনা ব্যথা-বেদনা।
প্রতিদিন সূর্য উঠে, চাঁদও উঠে রোজ,
অমাবস্যার চাঁদের মত যেন কেউ না হয় নিখোঁজ,
ওদের ঘিরেই যে আমার সকাল-সন্ধ্যা,
হাজার ভাবনা আমায় আজকাল করে দিচ্ছে নিতান্ত অবুঝ।