ঝাউবন কেটে গড়েছি রাস্তা,
শালবন কেটে গড়েছি রাজ্য,
কালো ধোয়ায় ভরেছি বাতাস,
হোকনা সি এফ সি অদাহ্য।
রক্তে মাংসে গড়া আমি মানব,
মুখ লুকোনো এক মহান দানব।
কচুরিপানায় ঢাকা জলাভূমি,
বালিকায় করেছি ভরাট আমি,
শিশির জমেনা আজ কচুপাতায়!
বুনোফুল খুব রাগে গন্ধ লুকায়।
বলো আমি কি মানব!
মুখোশের আড়ালে থাকা এক মহান দানব
এই শহরকে করে তুলবো মরুভূমি,
আমি মানব,ধ্বংস আমি।