হাজার বছর পরে
আবার যদি হয় দেখা,
আলো আধার ঝড়ে।
চিনবে কি? তাই ভাবছি  আজি
খানিক আগে পরে।
আবার যদি পথের বাঁকে,
পথ হারা কেউ থমকে থাকে
ফিরবে কি তার নতুন ডাকে
নতুন দিনের ঘরে?
হিসেব মিলাই দিনের শেষে,
ক্লান্ত নয়ন দূর আকাশে,
কি জানি কার ছবি ভাসে,
পাইনা খুঁজে আশে পাশে।
যোগ বিয়োগে ভুল থেকে যায়,
দিনের আলো রাতে হারায়,
আবার সকাল ডাকবে বুঝি
এই আমি রোজ খুঁজছি আমায়!