কিছু বুনো স্বপ্নের মায়াজাল,
ফেলে আসা কিছু স্মৃতি বেসামাল
জীবনের বাঁকে বাঁকে জমা কিছু মেঘ,
কিছু কিছু ভাললাগা কিছু ভাবাবেগ।
দুঃখ সুখের এই আলো ছায়াতে
জীবনের গল্পটা জমে যায় বেশ,
চলে যায় ছকে বাঁধা একটা জীবন
বেলা শেষে কিছু তার থেকে যায় রেশ।
আমার পথের মাঝে পথ হারা সুর
নিয়ে যায় কখন যে দূর বহুদুর।
স্মৃতির ভেজা মেঘেরা বৃষ্টি নামায়
অঝর শ্রাবন ধারা আমাকে থামায়।
কষ্ট সুখের এই লুকোচুরি খেলা
আমার পৃথিবী জুড়ে চলে সারাবেলা।
হৃদয়ের কিছু সুখ হয়না পুরনো তাই
হারানো পথের বাঁকে পথ যেন খুঁজে পাই...।