একটা পাখি গাছের ডালে,
চুপটি করে খুব আড়ালে।
অন্য পাখি খুঁজে খুঁজে,
ভেসে চলে চোখের জলে।
একটা পাখি বন্য হাসে,
অন্য পাখির সর্বনাশে।
একটা সুখের ছোট্ট বাসা
অন্য পাখির একটু আশা।
একটা পাখি জানতো সে সুখ
চাইত সে ও এমন থাকুক।
হঠাৎ কোনো অচেনা ঝড়
অন্য পাখি হল যে পর।
একটা পা়খির নাই আর দেখা
অন্য পাখি একলা একা।
একটা পাখির অন্য বাসা
অন্য পাখির নাই আর আশা।
একটা পাখি বদলে গেল,
অন্য পাখির অসুখ হল।
একটা পাখির অচেনা মুখ
অন্য পাখির ভেঙেছে বুক।
ভালবাসার নৌকাডুবি
অন্য পাখির কষ্ট খুবই,
অন্য পাখি হারিয়ে গেল_
একটা পাখি আজও ভালো।