বুকের ভেতর ছোট্ট একটা ঘর,
লাল,নীল আর নানান ফুলের বাস।
খুব য্তনে মন সেখানে পুষি,
আলতো করে যায় আসে নিঃশ্বাস।
নাম রেখেছি হৃদয় বাড়ী তার
কিংবা হবে হয়ত দুঃখ বিলাস!
এ ঘর জুড়ে তোমার আনাগোনা,
নাম রেখেছি ময়না পাখি তাই,
ইচ্ছে হলেই আস আবার যাও
ধরতে গেলেই দেখি তুমি নাই।
অহরনিশি তোমার বিচরন
রঙ্গিন ডানায় আস তুমি উড়ে
বুকের ভেতর কষ্ট জমে থাকে
থাকলে তুমি একটু চোখের আড়ে।
আমি তোমায় যতো কাছেই ডাকি
তোমার মনে জাগেনা তার সাড়া,
কষ্ট্গুলো বরফ জমাট বে৺ধে
আমায় শুধু করে দিশেহারা।
ময়না পাখি একটু ছোও এই মন
দেখবে তোমায় কত্ত ভালবাসি!
হাজার জনম পরেও তোমায় চাই
হয়ে যাব যখন পরবাসী...