আমি যদি ভাবুক হতাম
চোখগুলোতো নদীই হতো
হৃদয় খানা সাগর হতো
অনিয়মের বাঁধ ভেংগে মন
উল্টোস্রোতের প্লাবন হতো ,
আমি যদি শিল্পী হতাম
শখের তুলিই মশাল হতো
ক্যানভাসের সব রাত্রি গুলোই
রঙের গায়ে আগুন দিতাম,
আমি যদি বাউল হতাম
একতারাতে ভিন্নসুরে
অনুযোগের মাত্রা গুলোই
ছুড়ে দিতাম আকাশ দুরে,
আমি যদি কবি হতাম
কলম খানা অস্ত্র হতো
সমাজ গায়ের মরচে গুলো
অগ্নিস্নানে শুদ্ধ করে
শোষিত সব শব্দগুলো
কালি দিয়ে ঢেকেই দিতাম,
আমি যদি সেই মানুষ হতাম
প্রতিবাদের ভাষা গুলো
খুব যতনে রপ্ত করে
বৈষম্যের সব সূচক গুলো
শূন্য ঘরে পাঠিয়ে দিতাম,
আমি হলাম উপমানুষ
অভিনয়ের ভিন্নফানুষ
কথা গুলো জীহ্বের নিচে
অদৃশ্য এক সুতা দিয়ে
হাতে দুটো যে বাঁধা পিছে ।