বিকেলে ছাদ থেকে যতদুর চোখ যায়
মায়াবী আকাশ,বকুলের গাছ পেরিয়ে টং দোকানের মোড়
ভিড় ঠেলে খুঁজে ফিরি সবিশেষ চেনা মুখ
রিকশার বেল বাজলেই ফিরে দেখার পুরোনো অভ্যেস
ঘুম বেঘুমে খেয়াল দরজার কড়া নাড়ায়
যদি দেখি সেই আড়ি ভাংগা রোদন চিবুক,নদীময় চোখে
অবশেষে,আমি গোধুলি পেরিয়ে পাখিদের সাথে ফিরি ঘরে
এক পোড়া প্রাসাদসম শুন্যতা বুকে!
আমার অখন্ড অবসরে তোমার নিঃশ্বাসে মেশা
কবিতার বই, বিষন্ন ব্যলকুনি,ক্যাকটাস,ঝাপসা চশমা
বরষার বিকেল জুড়ে কফির ধোঁয়ায় উষ্ণ করতলে
স্মৃতিতুর সন্ধায় ওড়ে একঝাঁক হলুদ প্রজাপতি
রাত বিরাতে নক্ষত্রের সাথে নক্ষত্র আবার
পাখিদের সাথে পাখিদের জুড়ে
আজো বছর কুড়িতে ফিরি বারবার,
তোমার ফিরে আসার দিন গুনিনা আর
তোমাকে ভালো বাসতে আর তোমাকে লাগেনা আমার!