তোমার মনে মন ছুঁতে চায়
চুপটি করে
দুর্বা ঘাসে যেমন ঝরে নিরব শিশির
খুবটি ভোরে।
যেমন করে চাঁদের আলো
নদীর জলে খেলা করে
যেমন করে শিউলি সুবাস
নাক ছুয়ে যাই তেমন করে
যেমন করে শিল্পি আঁকে
সুক্ষ হাতে
যেমন করে তারার মেলায়
বিশুদ্ধ হই শেষের রাতে
তেমন করেই,
তোমার হাতে হাত রাখা চাই
খুব ভরসায়
লকলকে ঐ আঙ্গুল ডগায়
গাঁথবো আঙ্গুল চুপ সহসায়
তোমার চোখে চোখ রাখবো
খুব যতনে
যেথায় আমি দেখবো জগত
খুব গোপনে
আমার বুকেও আছে কিছু
বোশেখ শ্রাবন
সেথাই ওঠে মাঝে মাঝে
দারুন প্লাবন,
তবু তোমায় আলতো ভাবেই
মন ছুতে চায়
যেন তোমার ফুলের হৃদয় আঘাত
না পায়।