বিরান রাত বেয়ে ধেয়ে আসা
বিদির্ন আঁধার আর প্রশ্ন করেনা
আঁধারের গায়ে জোছনার প্রজাপতি
উড়বে? উড়বে তো!
সহসায় নিরুত্তর থাকি
শিশিরের মতো নৈশব্দে,
যদি ভুল করি
তবে স্বশব্দেও আমি ভাসিনা,
চোখে দেখি সব, বিত্তহীন জীবিত শব!
বৃত্তের বাইরে থেকেও শুনি ভোরের কলরব।
নিরিন্দ্রিয়েরর মতো চুপিসার নীতি
শেষ থেকেই শুরু করি ফের
নিই প্রতিশ্রুতির পূর্ব প্রস্তুতি।