মোহ গুলো যদি শুষে নিত
কোন বিশেষায়িত পাথর
বিশেষায়িত সাগরে যদি নিক্ষেপিত
হতো সবিশেষ বিদ্বেষ,
তবে প্রতিটা অস্তিত্বের সজিব কোষই
একেকটা শিল্প হতে পারতো
তারা সমস্বরে স্বপ্ন কিংবা জোসনা
আঁকতে পারতো,
নিবিড় পর্যবেক্ষকের মতো
তারা ঈর্স্বার বীজ না বোপে
মানবতার ফুলে পরাগায়ন
ঘটাতে পারতো।
সতেজ রেঁণুর মর্মরিত গান
আজ ভিন্নরকম হতেই পারতো!