রাত্রিরা তবু কাঁদুক অঝোরে
ফুল পাখি নদী মিলে,
সাগরের ভাঁজে ভেসে ভেসে স্মৃতি
উড়ুক আকাশ নীলে ।
ছেড়ে আসা দিন অসভ্য অতিত
আড় চোখে চেয়ে হাসে ,
কবিতার মাঠে ব্যাস্ত সময়
বিরহের শব্দ চাষে ।
উর্বষী বুকে আদ্রিত চোখে
হোক কষ্টের আর্বিভাব
সারাটা জীবন দোষারোপে
বল কার কি তাতে লাভ ?
নষ্ট ঘড়ি থেমে থাকা কাটা
সময় কি আছে থেমে ?
অসময়ের প্রেম আটকানো
থাক চলমান সময় ফ্রেমে !