তার পর থেকেই, বলা যেতে পারে
ফসলের ক্ষেতে স্বচ্ছ নীলিমায়
কবিতার মতো,নদী ও তুমি,
ফোঁটা ফোঁটা জোছনায় ঝরে পড়ছো অবলিলায়।
তারপর থেকেই
বকুলের ঘ্রানে বিদায় জানাই নির্ঘুম রাত,
আরো একটি ভোর রাঙাতে
ভিড় করে হলুদ, লাল এবং বাদামী রঙ।
পাহাড়ের চূড়া, ক্রমশই সাদা হয়ে যায়
শীতের নরম রোদ্রে...
তখন তুমিও সোনালী নদীর মতো,
পাহাড়ের মধ্য দিয়ে ঢুকে পড়ছো অসিম সমুদ্রে!