শুনছো, আধার কেটেছে এক মহাকাল
তোমার নামেই নেমেছে সফেদ সকাল
স্বচ্ছাকাশে আজ কবিতা মেলেছে ডানা
বারান্দা জুড়ে তাই রোদের আনাগোনা,
টলমল নদী জল ভেসে যায় রঙ নীল
শেফালীরা চেয়ে দেখে শরতের গাঙচিল
শতাব্দী শুনেছে হৃদয় জুড়ে ভোরের ঘনঘটা,
নিশীথ গ্রাসিছে যে নির্মল আলোর ছটা!
জানালার ওপাশের গল্পটা বেশ জানাশোনা
সলিল প্রয়াসে দিগ্বিদিক আলোর আনাগোনা
অলস নিয়েছে ছুটি, মেলেছে প্রসারিত ডানা।
শুনছো! এখানে শুধু তোমাতেই আনমোনা।
যেখানে শ্বাশত বানিতে ঘুমায় অজস্র রাত্রীরা
সেখানে হলুদ সকালে জাগুক মানুষ ও মাটিরা!