জানি একদিন থেমে যাবে
সব কোলাহল ,
নিভে যাবে আলো ।
তবে কেন এতো প্রানপণ
আরজি থাকতেই হবে ভালো।

তবে কেন রঙ তুলি হাতে
স্বপ্নের প্রত্যাশায়
আকাশের ক্যানভাসে,
হতাশার আঁকিবুকি
তবে কেন রাত্রের
আঁধারেই হেমলোক খোঁজাখুঁজি?

তবে কেন শরৎ এর সাদাছেড়া
মেঘের মতোই ছন্নছাড়া দোলাচল,
কেন তবে চৈত্রের দুপুরের মতোই
ঝাঁঝাঁলো নিস্তব্ধতা,
না পাওয়ার দৃষ্টিপটে
আষাঢ়ের ছলছল?


তাই ঠাঁই কিছুক্ষন
দাড়কাক হতবাক,
নীলাকাশ সাদা কালো
চলছে চলুক না ,
জীবনের ঢেউ গুলো
খানিকটা এলোমেলো ।