মনে করো তোমার লেখায়
দারুন সব শব্দ আছে
চমৎকার ছন্দ আছে,
চমৎকার ভাষা আছে
প্রকৃতি আছে, প্রেম আছে,
প্রতিবাদ আছে
কিন্তু আবেগ নেই
নেই কোন সামাজিক প্রতিশ্রুতি,
তবে কি তাকে কবিতা বলা যায়?
মনে করো
তোমার গায়ে চড়া মূল্যের
পোশাক আছে
দামি দামি জামা, জুতো, টাই আছে
অথচ বিবেকটাই নেই
নেই এক তিল পরিমান দেশত্বোবোধের
মায়া চিন্হ,
তবে কি তাকে নাগরিক বলা যায়?
মনে করো
অনেকেই বেঁচে আছে
শ্বাস প্রশ্বাসটাও ঠিকঠাক বইছে
অথচ অন্ন, বস্ত্র, বাসস্থান নেই,
নেই আগামিকালের
সূর্যদোয় দেখার নূন্যতম নিশ্চয়তা
তাকে কি জীবন বলা যায়?
অথবা মনে করো
সমাজ আছে, সমাজ সংস্কারক
পদবী আছে
কিন্তু শোষিতের রক্ত চোষা
প্রাণীগুলোর বিলুপ্তি নেই,
বন্ধ নেই সেই পৌরনিক প্রকৃয়ায়
আধুনিক বতলে বিক্রি হওয়া
অন্যায্য ঘাম,
তবে কি তাকে সভ্যতা বলা যায়?