আঁধারের গায়ে নৈশব্দের
জোসনা যেখানে
মিটিমিটি জোনাকের প্রভাব যেখানে ,
আমি সেখানেই হারিয়ে যাব ।
ছপছপে নরম অস্থির মতো
কোমল হাতের স্পর্শ যেখানে
আমি সেখানেই হারিয়ে যাব ।
কনকনে শীত নবনব বর্ষা বা ঝড়
কালো কালো রাত কালো হাতের থাবা
নেই যেখানে,
আমি সেখানেই হারিয়ে যাব ।
যেখান নির্জন সাজে গোধুলী রঙের
ভাজে ভাজে খেলা করে গাংচিল ,
যেখানে নেই আধাঁরের হাটে
কোন্দল বেচাকেনা
যেখানে নেই মিথ্যার ঝুড়িতে
বিবেকের পসরা।
যেখানে থাকবেনা
কোন বিরহ বিচ্ছেদ ,
যেখানে নেই কোন বিত্তের ব্যবচ্ছেদ ,
আমি সেখানেই হারাতে চাই।