একটু একটু পুরুষ হই
নাড়ীতে যে নারীর গন্ধ
নারী যখন মা ,
মা ই যখন মাটি।
তাই কি পাথর কেটে নারী বানায় ?
চুমু আঁকি , ভালো বাসি ?
জানিনা সেকি ভালোবাসা
নাকি সিজোফ্রেনিয়া !
সোনালী দিগন্তে উড়ন্ত
বুনো চিল ,
মাটিতে তার কালো ছায়া
দেখেই উটপাখি হয়ে যায় ,
সেকি সরিসৃপতা নই ?
তাই টুকরো টুকরো সাহস নিয়েই এক একটা
প্রজন্মের গল্প শুরু হোক ,
এসো অপৌরুষেয়রা
একটু একটু পুরুষ হই ।