আমি একা সে একা
একা ঐ চাঁদটা ,
আকাশটা ছিলো একা
একা ওড়ে চিলটা ।
চিলেকোঠাই কাক একা
একা একা রাত্রী ,
একা একাই পাড়ি দেই
ফেরারী যাত্রী ।
একা নদী বয়ে যায়
একা একাই দুই কুল
একা একাই পড়ে থাকে
ঝরা পাতা ,ঝরা ফুল ।
একা একা বেলকুনি
ক্যাকটাস বনসায়
একা একায় দোল খায়
ইজি চেয়ার বারান্দায়
একা একা শুয়ে থাকে
আঁকাবাকাঁ পথটা
একা একাই প্রতিক্ষায়
ফিরে যাওয়া বাড়ীটা ,
একা হয়ে আসা
আর একা চলে যাওয়াটা ,
একা একাই থাকবে
হিসেবের খাতাটা ।