শুধুই সেই চক্ষুদ্বয় বিশালতায় গভীরতায়
কি অকৃত্রিম মায়াময়,
যে চোখে চোখ রেখে ঘুরে আসা যায়
পারস্য থেকে প্যালেস্তাইন
হয়ে সারা পৃথিবীময়!
যে চোখে দেখেছি সম্ভ্রমের নিদারুন দ্যুতি,
যে চোখে মায়াবী কলার নিঁখুত প্রতিশ্রুতি ।
যে চোখে চোখ রেখে পাঠ নেওয়া যায় মৌমাছির
প্রজাপতির পাখনার শিল্পের
পাপড়ি ও পালকের পরিপাটি ।
পাহাড়ী নাসিকার দুপাশে যমজ নদীর বয়ে যাওয়া ,
তামাম প্রেমের কবিতার শব্দেরঅভিধান খুঁজে পাওয়া ।
প্রকট প্রখর আত্তবিশ্বাসী
ঐ জোড়া চোখে চোখ রেখে
নির্দ্ধিদায় ...
ভালোবাসি বলে মরে যাওয়া যায় !