এই শহরে শিশির পড়ে কি
দেয় কি ছাতিম ছায়া?
ইটে কংক্রিটের পিচ ঢালা পথে
আছে কি শীতল মায়া?
এই শহরে ঘরে ফেরে কি
সাথি নিয়ে সাঁঝ পাখি,
এই শহরে কবিতা পড়ে কি
নদী হয় কারো আঁখি?
এই শহরে এতো এতো মানুষ
মুখ ও মুখোশে ঢাকা,
এই শহরের মমতা যেন
ধুলো ও বালিতে আঁকা।
কর্পোরেটের এই শহরে
ব্রান্ড হয়েছে ক্ষুধা
কাকে ঠকিয়ে কে গিলিবে
অনিয়মের সুধা,
কেউ কি শুনেছে নিরেট পাথুরে
শহরের অতীত গল্প
ফুটপাথে চলা যাপিত জীবন
হৃদয় কি ছুয়েছে অল্প?
কেউ কি গড়েছে সভ্য সমাজ
এমন শহর কেন্দ্রিক?
মাটির গন্ধ ফেলে এসে কেউ
ছুটে চলে সেই প্রান্তিক!
কেউ কি লিখেছে সান্ধ্য নারীদের
জীবনের কালো রাত
এই শহরের ভদ্রবেশীদের
বিভিষন উৎপাত!
কেউ কি পড়েছে এই শহরের
নির্মম ইতিহাস
জয়ের নেশায় রেসের ঘোড়ার
ক্ষমতার অভিলাস।
কেউ কি একেঁছে কাকের ঠোঁটে
বিক্ষত নবজাতক
এই শহরে নেই কি ভেবেছো
এমন নরঘাতক?
এই শহরে বেওয়ারিশ কুকুর
লাল বাতি, লাল জল!
ব্যস্ততার ভিড়ে নাগরিক হয়
শোরগোল, কোলাহল।
এই শহরে কে গেয়েছে কবে
জোছনায় অবিচল,
ব্যালকুনি থেকে ভেজে কি কারো
বৃষ্টিতে করোতল?
এই শহরে রাত্রীরা ঘুমায়
ঘুমায় ও কি বিবেকবোধ,
জেগে থাকে কি ভুল সময় নিয়ে
কিছু কিছু নির্বোধ?
নির্বোধ কিছু এই শহরে
স্বপ্ন বিলোতে এসে
আবেগের গাছে নির্ঝর হয়ে
ঝরে পড়ে পরিশেষে!
তবুও কিছু স্বপ্নবাজেরা
বুনে যায় কিছু আশা
এই শহরের বুকের জমিনে
ফলে যদি ভালোবাসা!