দুঃখ দেখি দুঃখ আঁকি
দুঃখে বসবাস,
দুঃখের সাথেই যেতে রাজি
নিঝুম বনবাস,

দুঃখের সাথে জীবন যাপন
দুঃখ নিয়েই খেলা,
দুঃখের সাথে শিক্ষা নিতে
কাটুক কিছু বেলা,

দুঃখকে তাই ভয় করিনা
দুঃখ করি জয়,
দুঃখ ছাড়া এক ঘেয়েমি
জীবন কেমন হয়?