ডাক বাক্সে খুব জমেছে খাম ভর্তি পাপ পূন্য
সুডোকু ছকের চারিধারে গোলক ধাঁধার শুন্য,
এই শহরের ধুলোর ধোঁয়া ঘৌড়সওয়ারে ওড়ে
স্বপ্ন কামুক দৃষ্টি গুলো তপ্ত রোদে পোড়ে।
ছোট ছোট পাখ পাখালির কি নিদারুন বাসা
হটাৎ করেই দমকা হাওয়ায় হলো সর্বনাশা!
চোখ ভর্তি শিশির বিন্দু, মুঠো ভর্তি রাত
কাব্য ভাবের ক্ষেতে চলছে দারুন নিরুত্তাপ।
মেঘ রংয়ের চোরা গলি এক বলাকার বাস
ঘর ছেড়েছে জল ছেড়েছে কংস মামার দাশ,
রাত প্রহরে ভেজা পরী নীল জোসনা সাজে
প্রদিপ নেভে চক্ষু নেভে হৃদয়ে সুর বাজে।
রংতুলিতে আগুন জ্বলে ক্যানভাসে আঁধার
কালোর সাথে যুদ্ধ শুরু সেই কবেকার সাদার,
আট বেহারার পালকি চলে খুব দেরি নাই আর
সকাল বিকাল সমান তালেই হচ্ছে পারাপার।
সফলদ্যানের সাঁঝের বেলায় শুষ্ক জ্বরোত্তাপ
প্রদায়কের পৃষ্ঠা জুড়ে অসচ্ছ অনুতাপ,
হঠাৎ হঠাৎ বিদ্যুৎ আলায় জাগছে শবাগার
খোয়াব ভাঙ্গা কান্না কেন করছে হাহাকার,
কালপাহাড়ের হলুদ চূড়ায় খুচরো জীবনবোধ
সময় গুলো সময় মতই নিচ্ছে প্রতিশোধ।