বাবা আমার বন্ধু প্রথম
প্রথম খেলার সাথি
তিনিই ছিলেন জগৎ আমার
সকাল দুপুর রাতি,
পাঠশালাটায় ছিল যেন
আমার বাবার হাত
খেলাই খেলায় শেখান
তিনি নামতা ধারাপাত,
আমার যখন বায়না প্রচুর
ঘুঘু ধরার ফাঁদে
বাবা বলতেন ওসব কিরে?
লেখাপড়া শিখলে তবে
যেতে পারবি চাঁদে।
মেঘের ছায়ায় অনেক বেলা
সময় গড়ায় বেশ
স্কুল কলেজ সব ডিঙ্গিয়ে
লেখাপড়া শেষ,
আমি এখন অনেক দুরে
দুর শহরে বাস
গভীর রাতে বাবার স্মৃতির
করি মধুর চাষ,
বাবা আমার বাবা তুমি
মিষ্টি ডাকের স্বাদ
সারা জীবন পায় যেন
বাবা তোমার আর্শিবাদ।