আমাদের দেখা হবে বলে
সুষম সমুদ্রের মতো ব্যাকুলতায়
সে এক ভিষন পরিপাটি বিকেল
জীবনের আরণ্যক দ্বিপের ভিতর  
বহময় সফেদ উৎসুক বেলা অবেলা

আমাদের দেখা হবে বলে
কি দারুন আগুন
কদমের ডালে উপচে পড়া ওম
কি দারুন আষাঢ়ে সাঁঝে
বাজে রিমঝিম প্রণয় সরদ

আমাদের দেখা হবে বলে
অমনোযোগী গণিতের ক্লাসে
আঁকিবুকি কল্পনায় কবিতার লাইন
স্ম্তি বিস্ম্তির কল্পভ্রমে
সময়ের সে এক পরম ধীর গতি

আমাদের দেখা হবে বলে
শহরের ওপারে বিস্তির্ন কচি ধানক্ষেত
উত্তেজিত সোঁদা গন্ধ মাটির
ঈষৎউষ্ণ শরীরে সবুজাভ বিল ঝিলে
অমোঘ অপেক্ষার খেলা করে বালিহাঁস


আমাদের দেখা হবে বলে
জটবাধা বিবর্ন চুলের ভিতর থেকে
প্রতিক্ষার প্রয়াস খোঁজে
পোড়া নগরীর মতো কাব্যধুসর চোখ
যেভাবে পড়ে পড়ে ক্ষয়ে যায়
সহস্রাব্দের প্রাচীন শিলালিপি!