ছাড়িলাম ঘর     ডানা দিয়ে ভর
  মাটির পৃথিবী ঠেলে পাতাল;

ভূমি হতে ‘পর     কলের খেচর
  মুক্ত আকাশে দিলাম উড়াল।

যেথা জ্ঞানবান     তত্ত্ব করে দান
  তালাশে ফুঁড়িবো ভরা জমিন;

ভোঁতা দিয়ে শাণ   রচিবো সোপান
   জ্ঞানান্বেষণে চলি সুদূর চীন।

দিয়েছে উড়াল      কলের মরাল
   জড়ায়ে আমারে নিয়ে বুকে;

দুরুদুরু কাঁপে   উদ্বেল চিত্তচাপে
  ভাসমান মেঘের স্বপ্নলোকে।


(চায়না সাউদার্ন এয়ার লাইন্সে ভ্রমনকালীন সময়ে রচিত।
ঢাকা টু গুয়াংজো, বাংলাদেশ সময় রাত  ১:৩০ মিনিটে।)