হিংসার আগুনে জ্বলছ
তুমি কেন শুধু-শুধু;
          পরশ্রীকাতর অশান্ত
          বুকটা করে শুধু ধু-ধু।

পেয়েছে যে পাক-না সে
পেয়েছে ভাগ্যবলে;
          যতই ভাবো, কিছু হবেনা
          কমবেনা কূট-ছলে।

তার চেয়ে তুমি তারে  
দাও পাওয়ার স্বীকৃতি;
          সু-মনোভাব মহত্ত্বের গুন,
          মানুষেরই প্রকৃতি।

অন্যে পাওয়ার খুশিতে
তুমিও যদি খুশি হও;
          নিজে পাওয়ার পথটুকু
          সু-প্রসারিত করে লও।

বিদ্বেষ মনে কুৎসা গেয়ে
বলিও না সে খাটা;
          টেংরামাছ ক্ষুদ্র অতি
          তারে দিছে বিষ-কাঁটা।

যত টুকু যে বহন ক্ষম
ততটুকু তারে দিছে;
          তুমিও যদি বইতে পার
          পাবে তারও পিছে।