বাঘ-মোষে ভয় করেনা
          ভয় লাগেরে টিকা;
দা-কুড়াল ছুরিও নয়
          সুঁই টি বিভীষিকা।

পড়ার ডরে পালায় না
          থাকলে হেডস্যার;
স্কুল হতে পালিয়ে যেত
          দেখলে টিকাদার।

ক্লাসের প্রতি লক্ষ নেই
          বাইরে দৃষ্টি বাঁকা;
আসে যেদিন টিকাদার
          স্কুল সেদিন ফাঁকা।

বড়ই-কাঁটা মন-কাঁটা
          কাটা-ছেঁড়ায় সয়;
ভয় লাগেনা কিছুতেই
          শুধু টিকার ভয়।