আমায় তাওফিক দাও হে খোদা আমায় তাওফিক দাও;
রমজানের রোজার মাসে রোজা রাখার তাওফিক দাও।
পাপ হতে পানাহ চাই পুণ্য দাও-গো ভারী;
রমজানের রোজা গুলো যেন করতে পারি।
বিতাড়িত শয়তানেরে তাড়াও, শিকল দিয়ে আটকাও;
রমজানের রোজার মাসে রোজা রাখার তাওফিক দাও।
ভোর রাতে সেহরি খেয়ে রোজার নিয়ত করি;
ভোগ-হীন সকাল-সন্ধ্যা তোমার নামটি ধরি।
তুমি হালাল খাবার খাওয়াও, মোরে ইফতারি করাও;
রমজানের রোজার মাসে রোজা রাখার তাওফিক দাও।
ইমান-আমল শক্ত করি তারাবীহ-তে পড়ি;
লোভ-লালসা ত্যাজ্য করি চাইনা কানা-কড়ি।
রোজা করি অন্তর পুড়ি সদায়, হৃদয়ের শান্তি বাড়াও;
রমজানের রোজার মাসে রোজা রাখার তাওফিক দাও।