আসরের শ্রদ্বেয় কবিবন্ধু খলিলুর রহমানে ৪০০তম কবিতায় স্মারককাব্য ‘‘শেষ আয়োজন’’ এর আলোকে উক্ত কবিতাটি তাকে উৎসর্গ করলাম।
শেষ বলিলেই হয়না শেষ
চলার বাকী আরও বেশ
জন্মাবধি চলছে চলা, আরও কতদূর যাবে;
কে বলতে পারে যাবে কতদূর কোন ভাবে?
আমৃত্যু রইবে তার রেশ।
আয়োজন করি ভোগের তরে
ইহকালে-পরকালে সে ওরে-
সুখ-ভোগ পাওয়ার চরম অভিলাষে শুধু;
তবু কি পাই? মরুভূমির মরীচিকা ধু-ধু।
হাহাকারে শূন্য-পাত ভরে।
শেষ আয়োজন নির্মম হয়
চূড়ান্ত ফয়সালার থাকে ভয়-
কি পাব-কি পাবনা এই ভাবনায় হৃদয় ডরে;
তবুও মাগি মঙ্গলময় সুখ-শান্তিতে উঠুক ভরে।
শেষ ভালো হবে নিশ্চয়।
চলার পথ চলতেই থাকে
ধীরতা আসে অসম বাঁকে-
গতির তীব্রতা কম-বেশী প্রয়োজনে হতেই পারে;
তাতে থেমে যাওয়ার ভয়ে হৃদয়ে স্পন্দন বাড়ে।
না জানি পড়ি কোন বিপাকে।
তোমার চলায় আসুক গতি
শত হতে সহস্র কাব্য-মতি-
ছড়াবে প্রভা ঝলমল করিবে তোমার আয়োজন;
কাঁটা-হীন একটি গোলাপ কলি দেব সেই ক্ষণ-
যদি তৌফিক দেন বিশ্বপতি।