কাটা সুতায় নাটাই ঘুরে
ঘুড়ি তবু উড়ে;
ছেঁড়া সুতার বাঁধন জুড়ে
মন কিযে করে।
কিসের মোহ কিসের দ্রোহ
কিসের যন্ত্রণা;
কিসের স্নেহ কিসের রুহ
ছেঁড়ার মন্ত্রণা?
অকাল টানে কাহার সনে
পালায় সাধিকা;
প্রেমিক জনে সাজায় কণে
প্রেমের রাধিকা।
হৃদয় তবু বাঁধেন হবু
ফিরে পেতে তারে;
কিবা বাঁধন বেঁধে সাধন
ঘুরে দ্বারে-দ্বারে।
দেখছো সবে মায়ার ভবে
যার আছে প্রাণ;
সত্যই তবে হৃদয়ে পাবে
বিনি-সুতার টান।