কাঁটার আঁচড়েও সুখী
মোহিনী সুগন্ধী ফুলে;
চন্দন-পালঙ্কেও নির্ঘুম
প্রিয়জন গেলে ভুলে।
বসন্ত মেলায় ফুল না ফুটিলে
হবে কে-সে মুগ্ধ;
পতিহীনা সাধিকার সোহাগী মন
পদে-পদে রুদ্ধ।
নদীতে বান ডাকে, কূল উপচায়
যদি মাছ বিনা;
কেবা ডুবে জলে শিকারি হলে
শুধু করে ঘৃণা।
রূপসির মায়াবী চোখে
জাগে যদি অগ্নিবাণ;
প্রেম-পল্লবের শাখে-শাখে
কূজনে না গাইলে গান।
প্রভাত শেষে না ফুটিলে ফুল
হৃদয়ের কুঞ্জবনে;
মধুর অঙ্গনে মিলিবে সখা
কেমনে তাহার সনে?
সুখ পাইতে কষ্ট আসিবেই
প্রেমে বিঁধিবে বিষ;
ঝড়-ঝাপটা-খরতা পেরিয়ে
পায়-গো পথের দিশ।