হলুদ হলুদ হরিদ্রাভ,
সোনা মাখা গা’য়
মাঠের পর মাঠ বিছানো
সোনালী সন্ধ্যায়;
সূর্যের আলো ঝিলিক ধরে
চোখ ধাঁধানো রং
মৃদু বায়ে নৃত্য করে
দেখ কি তার ঢং!
মন হারিয়ে যায় গো আমার
চোখ জুড়িয়ে যায়,
রূপের মাঠে রূপ ঢেলেছে-
মরি হায় হায়।
ফুলে ফুলে হানে ভ্রমর-
মৌমাছির দল উড়ে,
মাঠের পর হলুদ মাঠ
চার দিগন্ত জুড়ে।
নেশা ধরায় মধুর টানে
মধুর সে মিলন
ভ্রমর-মাছি ফুলের রেণুর
নিত্য আলিঙ্গন।
গোধূলিতে কুয়াশা নামে
যেন শিমুলের তুলো,
মাঠের উপর ছড়িয়েছে
কাশ্মীরী শাল গুলো।
চাঁদনী রাতের মিষ্টি আলোয়
গা'য়ে দিও না হাত,
রতি-ক্রিয়ার স্বপন স্মৃতিতে
ঘুমিয়েছে সারা রাত।
ভোরের আলোয় শিশির কণা
চিক-চিকিয়ে উঠে,
সোনার অঙ্গে মুক্তার মালা
কার কপালে জুটে।
কি অপরূপ দেখতে হায়
ঈর্ষা ধরে মনে,
সর্ষে ফুলে সর্ষের গাছ -
অষ্টাদশী কণে।