ঘরে বন্দি রাখতে ছড়াও
বেশী-বেশী গুজব;
আর কিছুতে ভয় পাবেনা
শুধু ছাড়া গজব।
লকডাউনে কাজ হচ্ছে না
পাব্লিকের নাই ভয়;
দলে-দলে রাস্তায় ঘুরে
চায়ের দোকান-ময়।
পাব্লিক-রে পুলিশ দৌড়ায়
পাব্লিক পালায় পিছে;
আগে-পিছে যতই দৌড়ে
সব অভিনয় মিছে।
বাঘে ভয় নাই বাঙ্গালীর
ভয় পায় যত গজব;
মরে না যা তার-চে বেশী
ছড়ায় যদি গুজব।
আশে-পাশে মরছে দেদার
যে বেরুচ্ছে পথে;
গণ-মাধ্যম প্রেস-ব্রিফিংয়ে
রটাও বিস্তর যাতে।
ছড়াও আরও গুজব বেশী
ঘন্টায় মরে হাজার;
তিড়িং-বিরিং লাফিয়ে মরে
যে যাচ্ছে রে বাজার।
মরছে আরও খালে-বিলে
যে বেরুচ্ছে ঘর;
আশে-পাশে মরছে সবাই
তবেই আসবে ডর।