ওরে বেক্কল
     ওরে-বেকুব
     ওরে অহংকারী;
ভুলিস কেন?
     তুই যেমন
     আমিও যে তারই।

অর্থ-সম্পদ
     জ্ঞান-শিক্ষা
     নয়তো মাপকাঠি;
মনুষ্যত্বের
     বোঝ-বিচারে
     মানুষ হয়রে খাঁটি।

অর্থ-সম্পদ
     ক্ষণস্থায়ী
     থাকবে কত দিন?
বড়াই করে
     সব হারিয়ে
     করছ এখন ঋণ।

শিক্ষা নিয়েছ
     অনেক তুমি
     জ্ঞান হয়েছে ঢের;
ন্যায়-নীতি
     মনুষ্যত্বের
     মাপছ কত সের?

মানুষের
     মানবতা
     সবচেয়ে বেশী নামী;
শিক্ষা-সম্পদ
     যাই বোলো
     মনুষ্যত্বই দামী।