শুভ শুভ শুভ হোক, শুভ নববর্ষ;
পয়লাতে জাগ্রত হোক বাঙালি আদর্শ।
জীর্ণ-শীর্ণ, রোগ-বালাই
সংক্রান্তিতে যাক পালাই
সারা বছর সবে থাকুক মঙ্গলে সহর্ষ।
যাক যাক যাক সব, যাক-না বিমর্ষ;
বাধা-বিভেদ ভুলে, দূর হোক বিকর্ষ।
জাত-পাত, ধর্ম বিভেদ
সংকীর্ণতার ঘটুক ছেদ
বাঙালিয়ানা জাগ্রত হউক হৃদয়ে প্রকর্ষ।
বাদ বাদ বাদ হোক, বাদ অপকর্ষ;
ভিন-দেশি অপকৃষ্টে হবো না আকর্ষ
শাড়ি-লুঙ্গি-ফতুয়া ধুতি
জারি-সারি-কবির পুঁথি
ভুলে গেলে পূর্ব-পুরুষ জ্বলবে আমর্ষ।
এসো এসো এসো হে, এসো উৎকর্ষ;
এ-বছরের পয়লাতে বাঙালিরা দুর্ধর্ষ।
পুরোনোকে সাথে নিয়েই
নতুনত্বের ভরিয়ে দেই
বিশ্ব মাঝে বাঙালি সব জাতির শীর্ষ।
শুভ শুভ শুভ হোক, শুভ নববর্ষ;
বৈশাখে জাগ্রত হোক সকলের আদর্শ।