শোলক সজের পাতা দিয়ে
জাত-লাউয়ের ঝোল;
বোয়াল মাছের সালুন খেয়ে
মন হইল ব্যাকুল।
পৌষ-মাঘের শীত মাখানো
বিহান বেলা উঠে;
ঠাণ্ডা ভাতে বাসী সালুন
মাখিয়ে হাতের মুঠে।
খেতে কি যে স্বাদ পেয়েছি
গাঁয়ের বাহির বাটি;
কাঁচা রোদের পিঁড়িতে বসে
থালটি রেখে মাটি।
দাঁতে-দাঁতে লাগতো কাঁপন
উত্তর হতে বাতাস;
শীত নিবারণ করার তরে
চলতো হা-হুতাশ।
খড়-কুটোর ঢিবি ঘিরে
জ্বালিয়ে আগুন তাতে;
বাড়ীর সবাই মিলে তাহা
পোহাতাম দুই হাতে।
জাত-লাউ শোলক পাতায়
রান্ধা বোয়াল মাছ;
শিশু-কালের খাওয়ার স্বাদ
মনে পড়ে আজ।